রংপুর সিটি বাজারে ফল পরীক্ষা করে ফরমালিন মুক্ত পাওয়া গেছে। খাদ্য দ্রব্য ও পণ্যসামগ্রীতে ভেজাল রোধ এবং ওজন ও পরিমাপে সঠিকতা নিশ্চিত করার লক্ষ্যে বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বিএসটিআই রংপুর বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে মহানগরীর সিটি বাজারে ফলের ফরমালিনের উপস্থিতির পরীক্ষা করে দেখা গেছে সেখানকার ফল ফরমালিন মুক্ত।
বিএসটিআই সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে সিটি বাজারের সাগর ফল ভাণ্ডার, মামুন স্টোর, খাজা ফল ভাণ্ডার, জনি ফল ভাণ্ডার, বাবুল ফরের দোকান, দিশা ফল ণ্ডা, ভাই ভাই ফল ণ্ডা, ফ্রুটস কর্নার, মুজাহিদ ফল ভাণ্ডারসহ ৯টি ফলের দোকানে আপেল, মাল্টা, নাসপাতি, খেজুর, আংগুর, কমলা, পেয়ারাসহ ১১টি ফলের ফরমালিন পরীক্ষা করা হয়। পরীক্ষায় ফরমালিনের অস্তিত্ব পাওয়া যায়নি।
বিএসটিআই বিভাগীয় অফিসের অফিস প্রধান ও উপপরিচালক (মেট্রোলজি) মফিজ উদ্দিন আহাম্মেদের নেতৃত্বে অভিযানে অংশগ্রহণ করেন ঊর্ধ্বতন পরীক্ষক (ফুড এন্ড ব্যাক্ট.) মো. রাশেদুল ইসলাম, সহকারী পরিচালক (সিএম ) মো. জাহিদুর রহমান ও সহকারী পরিচালক (মেট্রোলজি), মো. বিল্লাল হোসেন।
বাবু/জেএম