“সোনালী আঁশের সোনার দেশ, পরিবেশ বান্ধব বাংলাদেশ” এই প্রতিপাদ্যে নীলফামারীর ডোমারে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় নাবী পাট বীজ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বস্ত্র ও পাট অধিদপ্তর ডোমার প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেন।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা উপ-সরকারী পাট উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, পরিসংখ্যান কর্মকর্তা আব্দুল বারী প্রমুখ। জেলা পাট কর্মকর্তা এটিএম তৈবুর রহমানের সঞ্চালনায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আনিছুজ্জামান।
এছাড়াও পাটবীজ চাষী ওমর আলী, জুলফিকার আলী ভুট্টো বক্তব্য রাখেন। প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৫০ জন নাবী পাটবীজ চাষী অংশগ্রহণ করেন।
বাবু/জেএম