শনিবার ১৬ আগস্ট ২০২৫ ১ ভাদ্র ১৪৩২
শনিবার ১৬ আগস্ট ২০২৫
শ্রীপুরে টেক্সটাইল কারখানার লাগা আগুন ১১ ঘন্টায় নিয়ন্ত্রণে
আনিছুর রহমান শামীম, শ্রীপুর (গাজীপুর)
প্রকাশ: শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২, ৪:২৮ PM
গাজীপুরের শ্রীপুরে এসবিএস টেক্সটাইল মিলস লিমিটেড কারখানার তুলার গুদামে লাগা আগুন ১১ ঘন্টা পর রাত ১০ টায় নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৮০জন সদস্যের চেষ্টায় ৭টি ইউনিটের কর্মীরা রাত ১০ টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় শ্রীপুর পৌরসভার পশ্চিম ভাংনাহাটি এলাকার ওই কারখানায় আগুন লাগে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক (ডিএডি) আব্দুল্লাহ-আল আরেফিন বিষয়টি নিশ্চিত করেছেন।    

আব্দুল্লাহ্ আল আরেফীন বলেন, এসবিএস টেক্সটাইল মিলস লিমিটেড কারখানার সেমি পাকা তুলার গুদাম অগ্নিকান্ডের সূত্রপাত হয়। খবর পয়ে শ্রীপুরের মাওনা ফায়ার সার্ভিসের তিনটি, জয়দেবপুরের ২টি, কাপাসিয়ার একটি এবং ভালুকার একটিসহ ৭টি ইউনিট ১১ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের কালো ধোঁয়া ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরে। হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর বলা যাবে।

তিনি জানান, এটা অনেক বড় একটা তুলার গুদাম। গুদামে অনেক তুলা মজুত ছিল। তবে কী পরিমাণ তুলা মজুত ছিল তা নিশ্চিত নয়। আগুন লাগার সঙ্গে সঙ্গে দ্রুত পুরো গুদামে আগুন ছড়িয়ে পড়ে। পানি সংকট থাকায় আমাদের ৭টি ইউনিট কাজ করেও আগুন নিয়ন্ত্রণে সময় লেগেছে। কারখানার নিজস্ব ব্যবস্থাপনায় যে সরঞ্জামাদি আছে সেভাবে আমরা কারখানায় পর্যাপ্ত পরিমাণ পানি পাইনি। তাদের মজুত করা পানিতে খুব বেগ পাইনি। আমরা আশপাশের কারখানা থেকে পানি এনে আগুন নিয়ন্ত্রণে কাজ করছি এবং পাশের একটি পুকুর থেকেও পানি আনা হয়েছে।

বাবু/এসআর
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত