আদাবর থানাধীন তুরাগ হাউজিংয়ে একটি গ্যারেজে গ্যাসে অসুস্থ হয়ে কবির হোসেন (৪৪) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
অসুস্থ অবস্থায় কবিরকে মঙ্গলবার (১১ জুন) সকাল ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কবির হোসেনের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার সোনাপুর গ্রামে। গ্রামে কৃষি কাজ করেন তিনি। তার চাচাতো ভাই রুহুল আমিন তুরাগ হাউসিংয়ের বেড়িবাঁধ এলাকায় একটি কোম্পানিতে চাকরি করেন। কয়েক দিন আগে কবির গ্রাম থেকে বেড়াতে আসেন তার কাছে। এরপর ওই কোম্পানির গ্যারেজে তার সঙ্গেই ছিলেন কবির।
রুহুল আমিন জানান, রুমে তারা বেশ কয়েকজন ঘুমান। সোমবার রাতে ডিউটিতে ছিলেন তিনি (রুহুল আমিন)। কবিরসহ রুমটিতে ঘুমিয়ে ছিলেন ১০ থেকে ১২ জন। সেই রুমের পাশে কেউ একটি গ্যাস সিলিন্ডার রেখেছিলেন।
রাত আড়াইটার দিকে রুমটিতে ঘুমিয়ে থাকা সবাই শ্বাসকষ্ট ও চোখ জ্বালাপোড়া অনুভব করতে থাকেন। রাতেই তাদেরকে চিকিৎসার জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। তবে সেখানে কবিরের অবস্থার উন্নতি না দেখে সকালে ঢাকা মেডিকেলে নেয়া হয়। অসুস্থ হয়ে পড়া বাকিরা সোহরাওয়ার্দী মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন।