এক দফা দাবি আদায়ে চলছে অসহযোগ আন্দোলন। এই আন্দোলনকে ঘিরে সকাল থেকেই শনিরআখড়ায় সড়ক অবরোধ করেছে আন্দোলনকারীরা। ফলে এই সড়কে সম্পূর্ণভাবে যান চলাচল বন্ধ রয়েছে।
রোববার (৪ আগস্ট) রাজধানীর রায়েরবাগ, শনিরআখড়া, কাজলা সড়ক ঘুরে দেখা গেছে, বিভিন্ন মোড়ে মোড়ে রশি টানিয়ে রাস্তা বন্ধ করে দিয়েছে আন্দোলনকারীরা। এসময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। সেখানে কোন যানবাহন চলাচল করতে পারছে না।
নিরাপত্তার স্বার্থে মেয়র হানিফ ফ্লাইওভারেও যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ফ্লাইওভারের প্রতিটি মুখ বন্ধ করে দেওয়া হয়েছে।