শুক্রবার ৮ নভেম্বর ২০২৪ ২৪ কার্তিক ১৪৩১
শুক্রবার ৮ নভেম্বর ২০২৪
নাসিরের পর নিষিদ্ধ হলেন দলের কোচ এবং দুই প্রতিষ্ঠাতা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪, ১:০৯ PM আপডেট: ০৮.০৮.২০২৪ ১:১১ PM
বাংলাদেশ দেশ ক্রিকেট দলে এক সময় অটোচয়েজ হিসেবে ২২ গজে দাপট দেখাতেন নাসির হোসেন। কিন্তু বিতর্কিত কাণ্ডের কারণে জাতীয় দল থেকে ছিটকে পড়েন এই অলরাউন্ডার। তবে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে দেখা যেত তাকে। তবে উপঢৌকন নেওয়ার অভিযোগে গত বছর সব ধরণের ক্রিকেট থেকে ২ বছর নিষিদ্ধ হন নাসির।

২০২১ সালে আরব আমিরাতের টি-টেন লিগে খেলতে গিয়ে ঘুষ হিসেবে উপঢৌকন গ্রহণের প্রস্তাব পেয়েছিলেন এই বাংলাদেশি ক্রিকেটার। কিন্তু আইসিসির দুর্নীতি দমন কর্মকর্তাদের কাছে সেটি প্রকাশ না করায় এই শাস্তি পান তিনি।

এবার সেই ঘটনায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তার দল পুনে ডেভিলসের ব্যাটিং কোচ আশার জাইদি ও দলের দুই সহ-প্রতিষ্ঠাতা পরাগ সংঘভি ও ক্রিষাণ কুমারকেও।

বুধবার (৭ আগস্ট) এক বিবৃতিতে এই নিষেদ্ধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। কোচকে জাইদিকে দেওয়া হয়েছে ৫ বছরের নিষেধাজ্ঞা।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক আউয়াল সেন্টার (লেভেল ১২), ৩৪ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত