বাংলাদেশ দেশ ক্রিকেট দলে এক সময় অটোচয়েজ হিসেবে ২২ গজে দাপট দেখাতেন নাসির হোসেন। কিন্তু বিতর্কিত কাণ্ডের কারণে জাতীয় দল থেকে ছিটকে পড়েন এই অলরাউন্ডার। তবে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে দেখা যেত তাকে। তবে উপঢৌকন নেওয়ার অভিযোগে গত বছর সব ধরণের ক্রিকেট থেকে ২ বছর নিষিদ্ধ হন নাসির।
২০২১ সালে আরব আমিরাতের টি-টেন লিগে খেলতে গিয়ে ঘুষ হিসেবে উপঢৌকন গ্রহণের প্রস্তাব পেয়েছিলেন এই বাংলাদেশি ক্রিকেটার। কিন্তু আইসিসির দুর্নীতি দমন কর্মকর্তাদের কাছে সেটি প্রকাশ না করায় এই শাস্তি পান তিনি।
এবার সেই ঘটনায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তার দল পুনে ডেভিলসের ব্যাটিং কোচ আশার জাইদি ও দলের দুই সহ-প্রতিষ্ঠাতা পরাগ সংঘভি ও ক্রিষাণ কুমারকেও।
বুধবার (৭ আগস্ট) এক বিবৃতিতে এই নিষেদ্ধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। কোচকে জাইদিকে দেওয়া হয়েছে ৫ বছরের নিষেধাজ্ঞা।