বুধবার ১১ ডিসেম্বর ২০২৪ ২৭ অগ্রহায়ণ ১৪৩১
বুধবার ১১ ডিসেম্বর ২০২৪
সোলারের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা করছে সরকার: উপদেষ্টা সাখাওয়াত
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৫ অক্টোবর, ২০২৪, ৫:৪৪ PM
বস্ত্র ও পাট এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ড. এম সাখাওয়াত হোসেন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, নরসিংদীতে সম্প্রতি তীব্র লোডশেডিং এর কারণে অধিকাংশ শিল্প প্রতিষ্ঠান বন্ধের মুখে। এতে ব্যহত হচ্ছে উৎপাদন প্রক্রিয়া। এ সমস্যা নিরসনে সরকার কাজ করছে বলেও জানান তিনি। 

তাছাড়া সূর্যের আলো ব্যবহার করে সোলার পদ্ধতির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করার পরিকল্পনা সরকারের রয়েছে বলে জানান এই উপদেষ্টা।

আজ শনিবার (০৫ অক্টোবর) নরসিংদীর মাধবদী বস্ত্র প্রক্রিয়া কেন্দ্র পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব আব্দুর রউফ, বিজেএমসি'র চেয়ারম্যান ফারুক আহম্মেদ, জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী, পুলিশ সুপার মোঃ আব্দুল হান্নান, অতিরিক্ত জেলা প্রশাসক অঞ্জন দাস।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক আউয়াল সেন্টার (লেভেল ১২), ৩৪ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত