শুক্রবার ১১ জুলাই ২০২৫ ২৭ আষাঢ় ১৪৩২
শুক্রবার ১১ জুলাই ২০২৫
রামগতিতে ঈগল কর্মীর বাড়িঘরে হামলা-ভাঙ্গচুর, আহত-৫
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৯ জানুয়ারি, ২০২৪, ৪:০২ PM
লক্ষ্মীপুর-৪ আসনে(রামগতি-কমলনগর) নির্বাচন-পরবর্তী সহিংসতায় ঈগল সমর্থকদের বাড়িঘরে হামলা করে ভাঙ্গচুরের অভিযোগ উঠেছে নৌকার সমর্থকদের বিরুদ্ধে। এতে নারীসহ ৫ জন আহত হয়েছেন।

মঙ্গলবার সকালে রামগতির চর আলগী  ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের কালন পাটোয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে। আহতদের ৪ জনকে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের দেখতে হাসপাতালে গিয়েছেন ঈগল প্রতীকের বিজয়ী স্বতন্ত্র প্রার্থী আবদুল্লাহ আল মামুন।

স্থানীয় সুত্রে জানা গেছে,রামগতি উপজেলার চর আলগী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের কালন পাটোয়ারী বাড়ীর ওয়াজিউল্লাার ছেলে আবদুল বাতেন(৪৫) ভোটের দিন একটি ভোট কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থী আবদুল্লাহ আল মামুনের ঈগল প্রতীকের পুলিং এজেন্ট ছিলো।একই বাড়ির তার জেঠাতো ভাই মো:হাসান জোট প্রার্থী মোশাররফ হোসেনের নৌকা প্রতীকের এজেন্ট ছিলো। এ নিয়ে সোমবার তাদের দুজনের মধ্যে কথা কাটাকাটি ও দুজন মারামারিতে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে বাতেনের চাচা নৌকার সমর্থক মামুন ও তার ছেলে হাসান লাঠিসোঁটা নিয়ে বাতেনের ঘরে হামলা করে ঘরের বিভিন্ন আসবাবপত্র ভাঙ্গচুর করে।এসময় তাদের বাধা দিতে এগিয়ে আসলে বাতেন সহ তার পরিবারের শিরিন আক্তার, নাজমা বেগম ও আহাম্মদ উল্লাহ আহত হয়।পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

চর আলগী ইউনিয়ন আওয়ামীলীগ নেতা শাহেদ আলী মনুর নেতৃত্বে এ হামলা চালানো হয় বলে ভুক্তভোগী পরিবারের লোকজন দাবি করেন।

হামলায় আহত ঈগল প্রতীকের এজেন্ট আবদুল বাতেন বলেন,স্বতন্ত্র প্রার্থীর এজেন্ট হওয়ায় আমাকে ভয় ভীতি ও হুমকি দিয়ে আসছে  এ ইউনিয়নের আওয়ামীলীগ নেতা শাহেদ আলী মনু, আমার জেঠা মামুন ও তার ছেলে হাসান।সোমবার সকালে আমার জেঠাতো ভাই  নৌকার সমর্থক মো: হাসান  লাঠি দিয়ে প্রথমে আমার উপর হামলা করে এরপর ঘরে ঢুকে ঘরের আসবাবপত্র ভাঙ্গচুর শুরু করে।এতে বাধা দিলে আমার স্ত্রী শিরিন আক্তার সহ পরিবারের আরো ৪ জন গুরুতর আহত হয়।

চর আলগী ইউপি আওয়ামী লীগ নেতা শাহেদ আলী মনু তার উপর আনা অভিযোগ অস্বীকার করে বলেন, ঈগল প্রতীকের সমর্থকরা মঙ্গলবার সকালে দলবল নিয়ে নৌকার সমর্থক হাসানের উপর হামলা করে ২ জনকে গুরুতর আহত করে। 

ঈগল প্রতীকের বিজয়ী স্বতন্ত্র প্রার্থী আবদুল্লাহ আল মামুন বলেন, এটি একটি ন্যাক্কারজনক ঘটনা। এমনটা কখনো আশা করিনি। এ ইউনিয়নে কোনো বিশৃঙ্খলা কোনোভাবেই কাম্য নয়।

এ বিষয়ে রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।দু পক্ষের কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত