শুক্রবার ১১ জুলাই ২০২৫ ২৭ আষাঢ় ১৪৩২
শুক্রবার ১১ জুলাই ২০২৫
রাজশাহীতে পুনর্বাসনের আওতায় এলো ৩ ভিক্ষুক
রাজশাহী ব্যুরো
প্রকাশ: বুধবার, ১৭ জানুয়ারি, ২০২৪, ৪:৩০ PM
রাজশাহী সিটি করপোরেশনের ৫ নং ওয়ার্ডের ৩ জন ভিক্ষুকের মাঝে মঙ্গলবার বিকল্প কর্মসংস্থানের উপকরণ বিতরণ করেছে রাজশাহী জেলা সমাজসেবা কার্যালয়। ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় এ উপকরণ সরবরাহ করা হয়।

পুনর্বাসনের আওতায় আসা ভিক্ষুকদের মধ্যে ২ জন নারী ও ১ জন পুরুষ। তারা প্রত্যেকে ৫০ হাজার টাকার উপকরণ পেয়েছেন। এদের মধ্যে একজন নারীকে শরবতের ব্যবসা ও অপরজনকে কাপড়ের ব্যবসার উপকরণ দেওয়া হয়। আর পরুষ ভিক্ষুক পেয়েছেন মুদিখানার ব্যবসার বিভিন্ন উপকরণ।

রাজশাহী জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক হাসিনা মমতাজ জানিয়েছেন, গতকালের ৩ জন সহ এই অর্থ-বছরে এ পর্যন্ত জেলার মোট ২১ জন ভিক্ষুককে পুনর্বাসনের আওতায় আনা হয়েছে। ভিক্ষুক পুনর্বাসন প্রক্রিয়া বিষয়ে তিনি জানান, স্থানীয় জনপ্রতিনিধির কাছ থেকে একজন ভিক্ষুকের প্রত্যয়নপত্র পেলে সমাজসেবা কার্যালয় ওই ব্যক্তির বিকল্প পেশার সম্ভাব্যতা যাচাই করে এবং তার পছন্দের পেশা বাছাইয়ের সুযোগ প্রদান করে। তিনি ভিক্ষুকদের পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের জন্য উপজেলা ও জেলা সমাজসেবা কার্যালয়ের সাথে যোগাযোগের আহ্বান জানান।

উল্লেখ যে, ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় সরকার ২০২৩-২০২৪ অর্থবছরে ৬৪ জেলায় ৩ হাজার সম্ভাব্য উপকারভোগীর জন্য ১২ কোট টাকা বরাদ্দ রেখেছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত