শুক্রবার ১১ জুলাই ২০২৫ ২৭ আষাঢ় ১৪৩২
শুক্রবার ১১ জুলাই ২০২৫
কেন্দুয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জানুয়ারি, ২০২৪, ১:৪৮ PM
নেত্রকোনার কেন্দুয়ায় আশুজিয়া ইউনিয়নের হাসুয়ারি গ্রামের ফুজাইফা(৬) নামের এক শিশু পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে। 

নিহত শিশু ওই গ্রামের মিজানুর রহমানের ছেলে। 

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৩ জানুয়ারি )সকালে শিশু ফুজাইফা অন্য দিনের মত বাড়ির সামনে খেলা করার ফাঁকে কোন এক সময় পুকুরে পড়ে ডুবে যায়। বাড়ির লোকজন তাকে না পেয়ে অনেক খোঁজাখুঁজির পর শিশু ফুজাইফাকে পুকুরে ভাসতে দেখে পরে তাকে উদ্ধার করে নেত্রকোনা জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্ব পালনকারী চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

আশুজিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মঞ্জুর আলী পুকুরে ডুবে শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

কেন্দুয়া থানার পুলিশ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: এনামুল হক পিপিএম বলেন, পানিতে ডুবে উপজেলার হাসুয়ারি গ্রামের মিজানুর রহমানের ছেলে ফুজাইফা পুকুরের পানিতে মৃত্যু হয়েছে। এব্যাপারে থানায় অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত