লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় মেঘনা নদীতে মৎস্য অধিদপ্তর ও বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ অভিযানে ২ লক্ষ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ১২'শ মিটার চর ঘেরা জাল জব্দ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার চর ফলকন ইউনিয়নের লুধুয়া এলাকায় মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান দিয়ে এই জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল জনসম্মুখে পুড়ে ধ্বংস করা হয়।
কমলনগর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা আবদুল কুদ্দুস জানান,উপজেলা মৎস্য অধিদপ্তর ও কোস্ট গার্ডের যৌথ অভিযানে ২ লক্ষ মিটার কারেন্ট জাল ও ১২'শ মিটার চর ঘেরা জাল আটক করা হয়।পরে আটককৃত জাল জনসম্মুখে পুড়ে ধ্বংস করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন,কমলনগর উপজেলা মৎস্য অফিসের বিভিন্ন কর্মকর্তা ও কোস্ট গার্ড কন্টিনজেন্ট কমান্ডার(সিসি)।