টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলাটি যমুনা নদীর তীরবর্তী হওয়ায় এখানে ঘন কুয়াশা, শৈত্য প্রবাহ ও তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল ৯ টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা কম থাকায় উপজেলার সকল প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মনিরুজ্জামান।
তিনি আরো বলেন- তাপমাত্রা ১০ ডিগ্রির কম থাকায় মঙ্গলবার (২৩ জানুয়ারি) উপজেলার সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখা হয়েছে। তাপমাত্রা বৃদ্ধি না পাওয়ায় আগামীকাল বুধবার (২৪ জানুয়ারি) বিদ্যালয় বন্ধ রাখা হবে। তাপমাত্রা ১০ ডিগ্রির কম থাকলে বিদ্যালয় গুলো আরো কয়েক দিন বন্ধ থাকতে পারে বলে জানান তিনি।