শুক্রবার ১১ জুলাই ২০২৫ ২৭ আষাঢ় ১৪৩২
শুক্রবার ১১ জুলাই ২০২৫
রাঙামাটিতে বিজিবি-বিএসএফের মধ্যে সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সভা
রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৪ জানুয়ারি, ২০২৪, ১:৩৪ PM আপডেট: ২৪.০১.২০২৪ ৪:৫৪ PM
মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে সেক্টর কমান্ডার, বিজিবি রাঙামাটি এবং ডিআইজি বিএসএফ, আইজল সেক্টর, ভারত এর মধ্যে সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সভা ছোট হরিণা ব্যাটালিয়নের (১২ বিজিবি) ত্রিপুরাঘাট বিওপির বিপরীতে শিলকর-১ বিএসএফ বিওপির সন্নিকটে ভারতের অভ্যন্তরে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় অবৈধ অনুপ্রবেশসহ মাদকদ্রব্য ও অবৈধ মালামাল চোরাচালান নিরোধ এবং পারস্পরিক সম্পর্ক উন্নয়নের বিষয় নিয়ে বিষদ আলোচনা হয়।

এছাড়াও সীমান্তে সার্বক্ষণিক স্বাভাবিক পরিস্থিতি ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার লক্ষ্যে প্রয়োজনীয় সকল প্রকার কার্যক্রম গ্রহণের বিষয়ে বিজিবি-বিএসএফ উভয় পক্ষ একমত পোষণ করেন।

সভায় বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন রাঙ্গামাটি সেক্টরের সেক্টর কমান্ডার কর্ণেল মোঃ আনোয়ার লতিফ খান, বিপিএম (বার), পিএসসি এবং বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন বিএসএফ আইজল সেক্টরের ডিআইজি শ্রী কল্যাণ কান্তি মজুমদার, পিএমএমএস।

এছাড়াও বাংলাদেশের পক্ষে ০৪ জন অধিনায়ক ও ০৩ জন ষ্টাফ অফিসারসহ মোট ০৭ (সাত) জন এবং বিএসএফ এর পক্ষে ০৩ জন কমান্ড্যান্ট ও ০২ জন স্টাফ অফিসারসহ মোট ০৫ (পাঁচ) জন উক্ত সভায় অংশগ্রহণ করেন। অত্যন্ত আন্তরিক ও সৌহার্দপূর্ণ পরিবেশে সভা সমাপ্ত হয়।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত