ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বিভিন্ন বাজারে মনিটরিংয়ে সময় তিন দোকানিকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার আমতলী বাজার, চান্দুরা বাজার, সাতবর্গ বাজার মনিটরিং করেন উপজেলা নিবার্হী অফিসার রুবাইয়া আফরোজ। এসময় তার সঙ্গে ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ নূর আলী সহ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
বাজার মনিটরিংয়ের সময় চালের দোকানে সঠিক ক্যাশ মেমো, লাইসেন্স ও দ্রব্যমূল্যে তালিকা না থাকায় তিনটি দোকানিকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নিবার্হী অফিসার রুবাইয়া আফরোজ। উপজেলার বিভিন্ন বাজারে মনিটরিংয়ে সময় তিন দোকানিকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।
এসময় দোকানিদেরকে ব্যবসা প্রতিষ্ঠানের লাইসেন্স গ্রহণ করে বিধি মোতাবেক ব্যবসা পরিচালনা জন্য সর্তক করা হয়েছে। আর চালের দোকানে সঠিক ক্যাশ মেমো, লাইসেন্স ও দ্রব্যমূল্যে তালিকা রাখা বাধ্যতা।