মঙ্গলবার ১ জুলাই ২০২৫ ১৭ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ১ জুলাই ২০২৫
রাজধানীতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৯ জানুয়ারি, ২০২৪, ৩:০৭ PM
রাজধানীর নিকেতনে ফোনে কথা কাটাকাটির এক পর্যায়ে স্ত্রীর ওপর অভিমান করে মো. রাসেল (৩২) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। নিহত পেশায় একজন চালক।

সোমবার (২৯ জানুয়ারি) রাতের দিকে এই র্ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১২টায় মৃত ঘোষণা করেন।

নিহতের সহকর্মী মো. মিলন জানান, আমরা একই কোম্পানির গাড়ির ড্রাইভার হিসেবে চাকরি করি। পাশাপাশি রুমে থাকি। গত রাতে তার রুমে গিয়ে দেখি সিলিং ফ্যানের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে ঝুলে আছে। পরে আমরা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

তিনি জানান, গত ৩-৪ মাস আগে সে বিয়ে করে। গতকাল মোবাইল ফোনে তার স্ত্রীর সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে স্ত্রীর ওপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

তিনি আরও জানান, নিহতে বাড়ি শরীয়তপুর জেলা ডামুড্যা উপজেলায়। বর্তমানে গুলশানের নিকেতনে থাকতো। নিকেতনের একটি কোম্পানিতে প্রাইভেট কারের চালক হিসেবে কর্মরত ছিল।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢামেক হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত