নাটোরে লালপুরে উপজেলা প্রশাসন আয়োজিত ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন-২০২৪ উপলক্ষে বিজ্ঞান সেমিনার, বিজ্ঞান মেলা, ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং বিজ্ঞান কুইজ প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ জানুয়ারি ) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত বিজ্ঞান মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-১ (লালপুর -বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ।
উপজেলা সহকারী কমিশনার ভূমি আরাফাত আমান আজিজ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাছিম আহমেদ, লালপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, গোলাম মোর্তজা বাবু, অধ্যাপক মোঃ আমজাদ হোসেন প্রমূখ।