চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার শাহাবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী গ্রামের রাস্তার ওপর যানবাহন তল্লাশিকালে ১টি বিদেশী পিস্তল, ৫ রাউন্ড গুলি ও ২টি ম্যাগজিনসহ একজনকে আটক করেছে বিজিবি।
বৃহস্পতিবার বিকেলে তাকে আটক করা হয়। আটক হওয়া ব্যক্তি জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট পুকুরিয়া গ্রামের মৃত রইস উদ্দিনের ছেলে মো. আব্দুল হান্নান (৩৫)।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৫৯ বিজিবির রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া জানান, উপ-অধিনায়ক মেজর এস.এম. ইমরুল কায়েসের নেতৃত্বে একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে সোনামসজিদ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৫/১৩-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বালিয়াদিঘী গ্রামের রাস্তার ওপর যানবাহনে তল্লাশি চালায়। এসময় সেখান দিয়ে দুজন লোক মোটরসাইকেলে করে সোনামসজিদ হতে কানসাট যাচ্ছিল। বিজিবি টহল দল তাদেরকে থামার সংকেত দিলে পালানোর সময় পেছনে থাকা আব্দুল হান্নানকে ধরা গেলেও অপরজন মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।