ঢাকা আরিচা মহাসড়কে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে অন্তত ১০ জন। আহতরা ঢাকা ও মানিকগঞ্জের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকার-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ সদর থানাধীন ভাট বাউর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
গোলড়া হাইওয়ে পুলিশের ওসি সুখেন্দু বসু জানান, শুক্রবার দুপুরে রাজধানী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে অপর একটি মাইক্রো বাসের সংঘর্ষে মিতু নামে এক মাইক্রোবাস যাত্রী নিহত হয়েছে। সে ঘিওর উপজেলার তরা গ্রামের চানু মিয়ার ছেলে।
আহতরা হলেন- ঘিওর উপজেলার আব্দুল মান্নানের ছেলে আব্দুল আহাদ (৫০), মানিকগঞ্জ পৌর এলাকার বাসিন্দা মনিরুল ইসলাম (১৬), কুষ্টিয়া জেলার রিফাত আলীর স্ত্রী আলেয়া বেগম (৫৫), কুমারখালী উপজেলার দীপন মিয়ার কন্যা মরিয়ম (৫), হৃদয়ের স্ত্রী আরিফা (২১), নুরুদ্দিনের ছেলে হাবিবুর রহমান (৬২), হাবিবুর রহমানের স্ত্রী জাকিয়া (৫০), ওমর বাদশার ছেলে নুর আলম (৩৮), নুর আলমের স্ত্রী আরজু বেগম (৩২) এবং একজন অজ্ঞাতনামা যুবক (২৪) রয়েছেন।
আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত বাস পুলিশ হেফাজতে রয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।