শুক্রবার ১১ জুলাই ২০২৫ ২৭ আষাঢ় ১৪৩২
শুক্রবার ১১ জুলাই ২০২৫
মতলবে পুকুরের পাড়ে মিলল যুবকের মরদেহ
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৪, ৪:৫৫ PM
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়নপুর পৌর এলাকার কাশিমপুর এলাকার পুকুরের পাড় থেকে শরীফ খান (৩৫) নামে যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বেলা ২টার দিকে ওই এলাকার দেওয়ানজি বাড়ীর পুকুর পাড়ের ভিটা থেকে তার মরদেহ উদ্ধার করে মতলব দক্ষিণ থানা পুলিশ।

শরীফ খান পাশবর্তী কচুয়া উপজেলার পৌর এলাকার ৩নম্বর ওয়ার্ড কোয়া গ্রামের আবদুল আলী খানের ছেলে। শরীফ বিবাহিত এবং দুই পুত্র সন্তানের জনক।

স্থানীয়রা জানান, সকালে ওই ব্যাক্তির মরদেহ দেখে লোকজন থানা পুলিশকে জানায়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। শরীফের প্রতিবেশীরা জানিয়েছেন তিনি পিকআপ গাড়ী চালাতেন। গত তিন বছর পূর্বে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। এরপর থেকে সে স্থানীয় মাদকসেবীদের সাথে জড়িয়ে পড়েন।

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন বালা জানান, যুবকের মৃত্যুর কারণ হিসেবে এখন পর্যন্ত জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে স্টোক জনিত কারণে মারাগেছে। কারণ নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহ উদ্ধার করে চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত