টাঙ্গাইলের মধুপুর উপজেলার কুড়ালিয়া ইউনিয়নের দড়িহাতিল গ্রামের এক বাড়িতে আগুন লেগে বাড়ির সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। গত ৭ ফেব্রুয়ারী বুধবার বিকেলে আগুন লাগার এ ঘটনা ঘটে।
ঘটনার বিবরণীতে জানাযায়, দড়িহাতিল গ্রামের আকবর আলীর ছেলে মনির হোসেনের বাড়ির লোকজন বিকেলে ঘর তালা বদ্ধ করে পাশের বাড়িতে বেড়াতে যায়। এ অবস্থায় ঘরের ভিতরে থেকে হঠাৎ দাউ দাউ করে আগুন জ্বলে উঠতে দেখলে পাশের বাড়িব মহিলারা ডাক চিৎকার করতে থাকলে বাড়িতে মালিক দৌড়ে আসলে ততক্ষণে ঘরের প্রতিটি জায়গায় আগুনের লেলিহান ছড়িয়ে পরলে ঘরে থাকা সকল কিছু পুড়ে ছাই হয়ে যায়।
আগুন দেখে আশে পাশের লোকজন এসে আগুন নেভাতে চেষ্টা করলেও আগুনের লেলিহানের কাছে কুলিয়ে উঠতে পারেনি। ঘরে থাকা ফিজ, টেলিভিশন ও গ্যাসের বোতলসহ সবকিছু পুড়ে যায়।
ফায়ার সার্ভিসে খবর দিলে তারা আসা নাগাদ সকল কিছু পুড়ে ছাই হয়ে যায় বলে জানিয়েছে বাড়ির মালিক মনির হোসেন। মনির হোসেন জানান, আগুনে তার বাড়ির প্রায় পাঁচ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়। তাছাড়া আগেরদিন এনজিও থেকে তুলে আনা ঘরে থাকা ৭০ হাজার নগদ টাকাও পুড়ে গেছে। আগুনের লেলিহানে সব হাড়িয়ে আমি এখন পথের ফকির।
বিদ্যুৎের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আগুনে পুড়ে যাওয়া বাড়িটি পরিদর্শন করেছেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছরোয়ার আলম খান আবু।