ঋতুরাজ বসন্তকে বরণ করে নিতে টংগী সরকারি কলেজের উদ্যোগে আয়োজন করা হয়েছে বসন্ত আবাহন উৎসব। মঙ্গলবার দিনব্যাপী এ আয়োজনে নৃত্য, গান, আবৃত্তিসহ ছিল নানা আয়োজন। কলেজের বিভিন্ন বিভাগের পক্ষ থেকে কলেজ প্রাঙ্গনে স্টল সাজিয়ে আয়োজন করা হয় পিঠা পুলি উৎসব।
বসন্ত উৎসব উদযাপন উপলক্ষে সবাই একে অপরের সঙ্গে বিনিময় করছেন বসন্তের শুভেচ্ছা। সেই সঙ্গে সেলফি তো আছেই। সকাল থেকেই হলুদ শাড়ি, রঙিন পাঞ্জাবি আর ফুলের মালা পরে কলেজে আসতে শুরু করে শিক্ষক ও শিক্ষার্থীরা। সব মিলিয়ে কলেজ চত্বরে বসন্ত বরণের উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে।
টঙ্গী সরকারি কলেজ ছাত্রলীগের আহবায়ক সেলিম খান বলেন, প্রতিবারের ন্যায় এবারও ঋতুরাজ বসন্তকে বরণ করে নিতে কলেজের পক্ষ থেকে এ আয়োজন করা হয়েছে। বসন্ত শুধু অশোক,পলাশ, শিমুলেই উচ্ছ্বাসের রং ছড়ায় না, আমাদের ঐতিহাসিক রাষ্ট্রভাষা আন্দোলনে শহীদদের রক্ত রঙিন পুষ্পিত রক্তের স্মৃতির ওপরও রং ছড়ায়। তাই বাঙ্গলির ইতিহাস ও ঐতিহ্যকে তুলে ধরতে এ আয়োজন করা হয়েছে।
টঙ্গী সরকারি কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত বসন্ত আবাহন অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা নৃত্য, একক সংগীত, দলীয় সংগীত ও আবৃত্তি পরিবেশন করেন। এছাড়াও পিঠা পুলি উৎসবে স্বতঃস্ফুর্ত ভাবে উপস্থিত হয়ে বিভিন্ন দেশীয় পিঠার স্বাদ গ্রহন করেন শিক্ষার্থীরা।
দিনব্যাপী এই আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন টঙ্গী সরকারি কলেজ ছাত্রলীগের আহবায়ক সেলিম খান, যুগ্ন আহবায়ক শেখ মেহেদী হাসান শিশির, মিরাজুর রহমান রায়হান প্রমূখ।