চাঁপাইনবাবগঞ্জের নাচোলে তেভাগা আন্দোলনের নেত্রীর নামে ‘ইলামিত্র স্মৃতি সংগ্রহশালা’ উদ্বোধন করেছেন মন্ত্রীপরিষদ সচিব মাহবুব হোসেন।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের কেন্দুয়া গ্রামে নির্মিত মাটির বাড়িতে ইলামিত্র স্মৃতি সংগ্রহশালাটির উদ্বোধন করা হয়। উদ্বোধনের সময় স্থানীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষ মন্ত্রীপরিষদ সচিবকে আদিবাসী নৃত্য দিয়ে স্বাগত জানায়।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মহাম্মদ হুমায়ূন কবীর, চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন, স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক দেবেন্দ্র নাথ উরাঁও, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কৃষিবিদ আহমেদ মাহবুব-উল-ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আফাজ উদ্দিন, স্থানীয় জনপ্রতিনিধিসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।
মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন বলেন- ইতিহাসের পাঠ যারা নিতে চান, সেই সঙ্গে ইলা মিত্র ও এখানকার ইতিহাস সবার কাছে তুলে ধরতেই এ সংগ্রহ শালাটি গড়ে তোলা হয়েছে। তিনি আরও বলেন, পাঠ্যবইতে ইলা মিত্রকে তুলে ধরার বিষয়েও উদ্যোগ নেওয়া হবে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে নাচোল উপজেলার রাওতাড়া গ্রামে ইলা মিত্র মঠের পাশেই মাটির দ্বিতল ভবনে গড়ে তোলা হয়েছে ইলা মিত্র সংগ্রহশালা। সেখানে স্থান পেয়েছে ইলা মিত্রের তেভাগা আন্দোলনসহ বিভিন্ন ইতিহাস ও ইলা মিত্রর বিভিন্ন সময়ের স্থিরচিত্র।
সংগ্রহশালাটি আরও সমৃদ্ধ করার কথা জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। তিনি জানান দর্শনার্থীদের থাকার সুবিধাসহ আরো কিছু সুযোগ সুবিধা সৃষ্টি করা হবে, সেই সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনের জন্য একটি মঞ্চ নির্মাণ করা হবে।