শুক্রবার ১১ জুলাই ২০২৫ ২৭ আষাঢ় ১৪৩২
শুক্রবার ১১ জুলাই ২০২৫
বেইলী রোডে অগ্নিকাণ্ডে নিহত এশা'র দাফন সম্পন্ন
পি‌রোজপুর প্রতি‌নি‌ধি
প্রকাশ: শনিবার, ২ মার্চ, ২০২৪, ৪:৪৫ PM আপডেট: ০২.০৩.২০২৪ ৪:৫২ PM
ঢাকার বেইলি রোডের অগ্নিকান্ডের ঘটনায় ৬ বছরের ছেলেকে বের করে দিয়ে আটকা পড়ে নিহত পিরোজপুরের তানজিনা এশা'র জানাজা শেষে পৌর কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। শুক্রবার বিকেলে পিরোজপুরের পুরাতন ঈদগাহ মাঠে জানাজা নামায শেষে তাকে পৌর কবরস্থানে দাফন করা হয়।

এর আগে নিহত তানজিনা এশা'র লাশবাহী গাড়ী দুপুর ৩টার দিকে পিরোজপুরের নড়াইলপাড়া বাসা আসলে কান্নায় ভেঙ্গে পড়ে স্বজনরা। এসময় তার ৬ বছরের পুত্র আরহামের চিৎকারে পরিবেশ ভারী হয়ে ওঠে। তানজিনা এশা পিরোজপুর পৌর শহরের নড়াইলপাড়া এলাকার নাদিম আহমেদ এর স্ত্রী ও মুক্তিযুদ্ধের সংগঠক শহীদ ওমর ফারুক এর বোনের মেয়ে। তানজিনা এশা ঢাকায় একটি প্রাইভেট কোম্পানিতে চাকরিরত ছিলেন।

পরিবারের স্বজনরা জানান, গত বৃহস্পতিবার রাতে ছেলের কাচ্চি খাওয়ার আবদার রক্ষা করতে ঢাকার বেইলী রোডের কাচ্চি ভাই এর রেষ্টুরেন্টে ছেলে ও স্বজনদের নিয়ে যায় এশা। ৬ বছরের একমাত্র ছেলে আরহামকে বের করে দিয়ে নিজের বের হওয়ার আগেই বিষ্ফোরণে দগ্ধ হয়ে মারা যায় তানজিনা এশা। একমাত্র ছেলে আরহাম কাচ্চি খাওয়ার আবদার করলে মা সেই আবদার রক্ষা করতে রেস্টুরেন্টে গিয়েছিলো। আগুনের ঘটনা ঘটলে ছেলে ও স্বজনদের বের করে দিলেও নিজে আর বের হতে পারেনি। বিস্ফোরণে মৃত্যু হয়েছে তানজিনা এশার। তানজিনা এশার মৃত্যুতে অনেকটাই শোকে স্তব্ধ পৌর শহরবাসী।     
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত