রাজধানীর দক্ষিণ খান চেয়ারম্যান বাড়ি মসজিদের সামনে থেকে নাইট গার্ড আফিল উদ্দিন(৬০) লাশ উদ্ধার করেছে স্থানীয় থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে এডিসি (দক্ষিণ খান) তরিকুল ইসলাম বলেন,ঘটনা ১৮ তারিখ রাত ২টা থেকে তিনটার দিকে ঘটেছে। দিপু টেইলার্সের কর্মচারী খেতে গিয়ে ফিরে এসে দেখতে পায়, যে চেয়ারে হেলে পড়ে আছে।স্টক করেছে মনে করে কেসি হাসাপাতালে নিলে ডাক্তারের মাধ্যমে তখন তারা জানতে পারে সে মৃত এবং লাশের বুকের বাম পাশে স্টেপ করা হয়েছে।
যেকারণে প্রচুর রক্তক্ষরণ হয়েছিল। আমাদের কার্যক্রম অব্যাহত আছে। আফিল উদ্দিনের বাড়ি ঢাকা জেলার দক্ষিণখানেই অবস্থিত।