শনিবার ৫ জুলাই ২০২৫ ২১ আষাঢ় ১৪৩২
শনিবার ৫ জুলাই ২০২৫
দশমিনায় ট্রলি ও বাইকের সংঘর্ষে আহত তিন
দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৮ মার্চ, ২০২৪, ৩:৪০ PM
দশমিনা উপজেলায় বেতাগীসানকিপুর ইউনিয়নের ঠাকুরের হাট এলাকায় ট্রলি ও বাইক(হুন্ডা) সংঘর্ষে তিন জন আহতের ঘটনা ঘটে।

সোমবার সকালে ১১ টায় উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের ঠাকুরের হাট এলাকায় ব্রিজের  ঢালে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন দশমিনা সদর ইউনিয়নের উত্তর লক্ষীপুর গ্রামের বাবুলের ছেলে আবদুল গনি (২০), রফিক গাজীর ছেলে মোঃ রাকিব(১৮) এবং মোঃ আলাউদ্দিনের ছেলে মোঃ সোহাগ(২০)।

স্থানীয় সূত্রে জানা যায়,ওই সড়কে পটুয়াখালী থেকে ভাড়া চালিত বাইক(হুন্ডা) বেতাগী সানকিপুর ইউনিয়নের ঠাকুরের হাট ব্রিজের ঢালে আসলে মালবাহী একটি ট্রলির লগে সংঘর্ষ হলে ঘটনাস্থলে একটি (হুন্ডা)ট্রলির তলে চলে যায় এবং বাইকে থাকা চালক সহ দুই জন আহত হয়। আহত একজনের ডান পা ভেঙ্গে যায় ও দুই জন সাধারন জখম হয়। ট্রলি চালক পালিয়ে যায়। আহতদের স্থানীয়রা দশমিনা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ মিটুন চন্দ্র হালদারের চিকিৎসাধীন আছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ মিঠুন চন্দ্র হালদার বলেন, আহত তিনজনের মধ্যে আবদুল গনি ডান পা ভেঙ্গেছে তাকে উন্নত চিকিৎসার জন্য বলা হয়েছে। 

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নরুল ইসলাম মজুমদার বলেন, ঘটনার বিষয় শুনে ঘটনা স্থল থেকে ট্রলি উদ্ধার করে থানা রাখা হয়েছে। ট্রলি চালককে পাওয়া যায়নি । পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত