শনিবার ৫ জুলাই ২০২৫ ২১ আষাঢ় ১৪৩২
শনিবার ৫ জুলাই ২০২৫
ভাঙ্গায় বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত
ভাঙ্গা ( ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৮ মার্চ, ২০২৪, ৩:৫২ PM আপডেট: ১৮.০৩.২০২৪ ৩:৫৫ PM
ফরিদপুরের ভাঙ্গায় বাস চাঁপায় নয়ন হোসেন (২৭) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। সোমবার সাড়ে সাতটার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের মুনসুরাবাদ নামক স্থানে এই দুর্ঘটনা শিকার হন তিনি। 

নিহত নয়ন হোসেন নড়াইল জেলার কালিয়া উপজেলার খররিয়া গ্রামের মনোয়ার হোসেনের ছেলে। ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা গেছে, নিহত নয়ন মোটরসাইকেল যোগে গোপালগঞ্জ থেকে ভাঙ্গা আসছিলেন। 

এ সময় বিপরীত দিক থেকে ঢাকা থেকে খুলনা গামী যাত্রীবাহী বিআরটিসি পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব-১৫-৫৬৭০) অতিক্রম করার সময় তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এ সময়  মোটরসাইকেলটি দুমড়ে মুছড়ে যায়। মরদেহটি পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। 

এ ব্যাপারে ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই)আব্দুল্লাহিল বাকি জানান, বিআরটিসি বাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের চালক ঘটনাস্থলে নিহত হন। বাস এবং মোটরসাইকেল থানা হেফাজতে রয়েছে। নয়নের মরদেহ  পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন  রয়েছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত