শুক্রবার ১১ জুলাই ২০২৫ ২৭ আষাঢ় ১৪৩২
শুক্রবার ১১ জুলাই ২০২৫
চাঁপাইনবাবগঞ্জে গণহত্যা দিবস উপলক্ষে ইফা’র আলোচনা সভা
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৫ মার্চ, ২০২৪, ৮:২০ PM
চাঁপাইনবাবগঞ্জে জেলা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ২৫ মার্চ গণহত্যা ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ করে আলোচনা সভা, ইফতার ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকালে জেলা মডেল মসজিদের হলরুমে ইফা আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কৃষিবিদ আহমেদ মাহবুব-উল-ইসলাম।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি দখলদার বাহিনী কর্তৃক সংঘটিত বর্বরোচিত গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির বিষয়ে গুরুত্বারোপ করেন। জাতির পিতার আদর্শে অনুপ্রাণিত হয়ে মুক্তিযুদ্ধের চেতনায় দেশের সেবায় আত্মনিয়োগ করতে সবাইকে তিনি আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. আশরাফুজ্জামান। ইফা’র ফিল্ড সুপারভাইজার মুহাম্মদ শরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইফা’র ফিল্ড অফিসার এ.বি.এম.জি. গোলাম কিবরিয়া।

অনুষ্ঠানের শুরুতে কুরাআন তেলোওয়াত করেন সদর উপজেলার চকটোলা জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মো. আব্দুল মমিন। পরে দোয়া পরিচালনা করেন জেলা মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা মো. মোক্তার আলী।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত