ওয়ানডের মতো টি-টোয়েন্টিতেও ওপেনিংয়ে বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তবে সেখানে পার্থক্য গড়ে দিয়েছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তার ফিফটিতে বাংলাদেশ চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছে অস্ট্রেলিয়াকে।
রোববার (৩১ মার্চ) দুপুর ১২টায় মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয় বাংলাদেশ ও অস্ট্রেলিয়া নারী দল। তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১২৬ রান করে বাংলাদেশ।
দলের হয়ে সর্বোচ্চ রান এসেছে টাইগ্রেস দলপতি নিগার সুলতানা জ্যোতির ব্যাট থেকে। তিনি ৬৪ বল খেলে ৬২ রান করে অপরাজিত থাকেন। ৭টি চারের মার দিয়ে তিনি ইনিংসটি সাজিয়েছিলেন।
এ দিন রানের খাতা খোলার আগেই বিদায় নেন ওপেনার দিলারা আক্তার। ইনিংসের প্রথম বলেই ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন তিনি। বল হাতে ছিলেন সোফি মলিনিউ। এরপরে রানের খাতা খোলার আগে বিদায় নেন সোবহানা মোস্তারি। তাতে ২ রান তুলতেই ২ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ।
এরপরে অবশ্য ঘুরে দাঁড়ান লাল-সবুজের প্রতিনিধিরা। মুর্শিদা খাতুন ও অধিনায়ক জ্যোতি মিলে ৫৭ বলে ৫৭ রানের জুটি গড়ে তোলেন। দলীয় ৫৯ রানে মুর্শিদা (২৭ বলে ২০ রান) অধিনায়কের সঙ্গে জুটি গড়েন ফাহিমা খাতুন। জ্যোতি-ফাহিমা জুটি থেকে আসে ৫২ বলে ৬০ রান। তাতে ভর করে দলীয় সংগ্রহ গিয়ে দাঁড়ায় ১২৬ রানে। ২১ বলে ২৭ রান করে ফাহিমা আউট হন ইনিংসের শেষ ওভারে। বাংলাদেশের হয়ে একমাত্র ছক্কাটিই মেরেছেন ফাহিমা। এছাড়া তার ইনিংসে ছিল দুটি চারের মার।