শুক্রবার ১১ জুলাই ২০২৫ ২৭ আষাঢ় ১৪৩২
শুক্রবার ১১ জুলাই ২০২৫
মানিকগঞ্জে পহেলা বৈশাখ পালিত
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪, ৪:৫৫ PM
মানিকগঞ্জে বৈচিত্র্যময় নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ। রোববার (১৪ এপ্রিল) সকালে জেলা প্রশাসক রেহেনা আক্তারের নেতৃত্বে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।

জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত শোভাযাত্রাটি  সরকারি উচ্চ বিদ্যালয় এর মাঠ হতে শুরু করে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এসময় প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীসহ  সকল শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। পরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বাঙ্গালী ইতিহাস-ঐতিহ্য তুলে ধরা হয়। উক্ত সকল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রেহেনা আকতার।

এছাড়া দিবসটি উদযাপন উপলক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিক, সিংগাইর বিনোদপুর ঋষি পাড়া কনকলতা কিশোরী ক্লাব, বরবরিয়াল কৃষক কৃষাণী সংগঠন ও নয়াকান্দি প্রজাপতি কিশোরী ক্লাব এর যৌথ আয়োজনে দিনব্যাপী গ্রামীণ খেলাধুলা, সাংস্কৃতিক ও খাদ্য উৎসব পালিত হয়। 

 কনকলতা কিশোরী ক্লাবের সভাপতি সুবর্না রানী দাস এর সভাপতিত্বে ও বারসিক প্রকল্প সহায়ক রিনা সিকদার এর সঞ্চালনায় কর্মসূচির ধারণা পাঠ করেন বারসিক প্রকল্প কর্মকর্তা মো.নজরুল ইসলাম। 

এ সময় দিবসটির হাজারো বছরের ও বাঙালি সংস্কৃতির আদিপান্ত তুলে ধরে বক্তব্য রাখেন  বিনোদপুর ঋষি পাড়া নারী উন্নয়ন সমিতির সভাপতি ঝর্না রানী দাস, সাধারণ সম্পাদক দিতি রানী দাস, কিশোরী পুষ্পিতা দাস, সোনালী দাস প্রমুখ। 

বরবরিয়াল কৃষক কৃষাণী সংগঠনের সভাপতি মহেন্দ্র মনিদাস এর সভাপতিত্বে ও বারসিক কর্মকর্তা গাজী শাহাদাত হোসেন বাদল এর সঞ্চালনায় বক্তব্য রাখেন বারসিক আঞ্চলিক সমন্বয়কারী বিমল চন্দ্র রায়, সহযোগী কর্মসূচি কর্মকর্তা আছিয়া আক্তার, অনন্যা আক্তার প্রমুখ। 

মানিকগঞ্জ পৌরসভার নয়াকান্দি প্রজাপতি কিশোরী ক্লাবে অভিন্ন কর্মসূচিতে বারসিক প্রকল্প সহায়ক ঋতু রবি দাস ও সমাজকর্মী অধ্যাপক মনোয়ার হোসেন বক্তব্য রাখেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত