সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান তোসিকুল আলম বাবলু ও মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আখতার।
সর্বজনীন পেনশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন সোনালী ব্যাংক পিএলসির প্রিন্সিপ্যাল অফিসার মো. মাহেদুর রহমান, অগ্রণী ব্যাংক পিএলসির এসপিও শামীম আহমেদ ইকবাল ও সিটি ব্যাংকের এরিয়া ম্যানেজার মো. ইকবাল জুবেরী। সভায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পুরুষ ও মহিলা সদস্য, ইউনিয়ন পরিষদ সচিব, শিক্ষক, এনজিও প্রতিনিধি, সংশ্লিষ্ট ব্যাংকগুলোর প্রতিনিধি, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও এনজিও প্রতিনিধিরা অংশ গ্রহণ করেন। পরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সর্বজনীন পেনশন বিষয়ক হেল্প ডেস্ক উদ্বোধন করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন।
এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জুম মিটিংয়ের মাধ্যমে জেলার সকল উপজেলা নির্বাহী অফিসার, জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিবৃন্দের সাথে জেলা প্রশাসক ঈদ উত্তর শুভেচ্ছা বিনিময় এবং সর্বজনীন পেনশন স্কিমে জনপ্রতিনিধিগণের ভূমিকা বিষয়ক মতবিনিময় সভা করেন। এসকল সভায় সর্বজনীন পেনশন স্কিম ভিত্তিক সরকারের দূরদর্শী পরিকল্পনা এবং স্কিমের সুফল ও সুবিধা বিষয়ক সার্বিক বিষয়াদি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।