শুক্রবার ১১ জুলাই ২০২৫ ২৭ আষাঢ় ১৪৩২
শুক্রবার ১১ জুলাই ২০২৫
খাগড়াছড়িতে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪, ৫:৩৮ PM
খাগড়াছড়ি পার্বত্য জেলায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে।  

বুধবার (১৭ এপ্রিল) জেলা প্রশাসনের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় শুরুতে মুজিবনগর সরকারের উপর নির্মিত তথ্য চিত্র প্রদর্শন করা হয়।

এসময় জেলা প্রশাসক মো: সহিদুজ্জামানের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক জোনায়েদ কবির সোহাগের সঞ্চালনায় আলোচনা সভায় উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের প্রধান নির্বাহী কৃঞ্চ চন্দ্র চাকমা, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক নাজমুন আরা সুলতানা, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার তফিকুল আলম, খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো: শাহ আলমগীর, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, বাংলাদেশ স্বাধীনের বড় একটি ধাপ ছিল মুজিবনগর সরকার গঠন। এ সরকার স্বাধীনতার রূপরেখা তৈরি করেন। বহি:বিশ্বের সাথে যোগাযোগ স্থাপনসহ স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দেন। আলোচনা সভায় মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন প্রজন্মের কাছে ব্যাপক ভাবে তুলে ধরার আহবান জানান বক্তারা।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত