মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
আর্সেনালকে হারিয়ে সেমিফাইনালে বায়ার্ন মিউনিখ
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ১:১৪ PM
চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে আর্সেনাল-বায়ার্ন মিউনিখ খেলা শেষ হয়েছিল ২-২ গোলের সমতায়। আর তাই সেমিফাইনালে যেতে দু'দলের প্রয়োজন জয়। এমন ম্যাচে আর্সেনালকে ১-০ গোলে হারিয়ে দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে জিতে শেষ চার নিশ্চিত করেছে জার্মান জায়ান্টরা।

বুধবার (১৬ এপ্রিল) ঘরের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় সাবধানী শুরু করে দু'দল। এরপর আক্রমণের ধার বাড়ায় বায়ার্ন। ২৪তম মিনিটে আচমকা আক্রমণে যায় জার্মান জায়ান্টরা। তবে দূরপাল্লার শট আটকে দেন আর্সেনাল গোলরক্ষক ডেভিড রায়া। 

এরপর ম্যাচের ২৯ মিনিটে মার্টিন ওডেগারের শট একজনের পায়ে জালের দিকে যাচ্ছিল। তবে তা রুখে দেন ম্যানুয়েল নুয়ার। শেষ পর্যন্ত গোলশূন্য সমতায় থেকে বিরতিতে যায় দু'দল।

বিরতি থেকে ফিরে গোলের লক্ষ্যে মরিয়া হয়ে খেলতে থাকে বায়ার্ন। ম্যাচের ৬৪ মিনিটে ঝলক দেখান জসুয়া কিমিখ। দুর্দান্ত এক হেডে বল জালে জড়ান তিনি। তার গোলে ম্যাচে লিড পায় বায়ার্ন। শেষ পর্যন্ত কিমিখের করা গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে বায়ার্ন। 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত