শুক্রবার ১১ জুলাই ২০২৫ ২৭ আষাঢ় ১৪৩২
শুক্রবার ১১ জুলাই ২০২৫
গোমস্তাপুরে ইসতিসকার নামাজ আদায়
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ৫:৪৭ PM
দেশব্যাপী  তাপপ্রবাহ ও লু হাওয়ায় অতিষ্ট হয়ে পড়েছে জনজীবন। বৃষ্টিবিহীন ক্ষতির সম্মুখীন হচ্ছে কৃষকের ফসল। গরমে হা হুতাশ হয়ে উঠেছে প্রাণীকূল। যার ফলে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মহান আল্লাহর নিকট পানি প্রার্থনা করে ইসতিসকার নামাজ আদায় করে বিশেষ মোনাজাত করেছেন ধর্মপ্রাণ মুসলিগণ।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল ৯টার দিকে রোহানপুর ইউসুফ আলী সরকারি কলেজ মাঠে  ইসতিসকার নামাজ আদায় করে বিশেষ দোয়া পরিচালিত হয়। উক্ত দোয়ায় শামিল হন উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত সর্বস্তরে জনতা।

নামাজের শুরুতে ইমাম মুসল্লিদের উদ্দেশ্যে নামাজের নিয়মকানুন বলেন। এরপর দুই রাকাত নামাজ আদায় করেন সবাই। নামাজ শেষে দুই হাত তুলে প্রচণ্ড গরম, তীব্র তাপপ্রবাহ ও খরা থেকে রক্ষা পেতে এবং বৃষ্টির প্রার্থনা করেন। মহান আল্লাহর দরবারে বিশেষ  প্রার্থনার করে অঝরে চোখের জল ছেড়ে মোনাজাত, তওবা ও ক্ষমা প্রার্থনা করেন ইমাম ও মুসল্লিরা। নামাজ শেষে তাপদাহ থেকে ফসল রক্ষা, বৃষ্টির জন্য রহমত কামনাসহ দেশের কল্যাণে দোয়া করা হয়।
নামাজে ইমামতি ও দোয়া পরিচালনা করেন অধ্যক্ষ মাওলানা রুহুল আমিন।

এ সময় উপস্থিত ছিলেন ইসলামি ব্যাংক, রহনপুর শাখার  ব্যবস্থাপক মনিরুজ্জামান, রহনপুর পুনর্ভবা আইডিয়াল কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ডা. শহীদুল্লাহ্, সহকারী অধ্যাপক তরিকুল ইসলাম বকুল ও জ্যেষ্ঠ প্রভাষক ড. মিজানুর রহমান, রহনপুর আহম্মদী বেগম (এবি) সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মঈনুল ইসলাম, উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও বিশিষ্ট ব্যবসায়ী সাবেক ইউপি চেয়ারম্যান  আশরাফ হোসেন আলিম, রহনপুর পৌর কাউন্সিলর মোস্তাফিজুর রহমান জেম, বীরমুক্তিযোদ্ধা আশরাফুল হক, উপজেলা  যুবলীগের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম টাইগার, রহনপুর কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক  ড. কামরুল হুদা সহ এলাকার মুসল্লিরা অংশ নেন।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত