শনিবার ৫ জুলাই ২০২৫ ২১ আষাঢ় ১৪৩২
শনিবার ৫ জুলাই ২০২৫
দিনাজপুর সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজে ভ্যাটিকানের রাষ্ট্রদূত
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ৫:১১ PM আপডেট: ২৮.০৪.২০২৪ ৫:৫৩ PM
দিনাজপুর সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজ পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভ্যাটিকানের রাষ্ট্রদূত আর্চ বিশপ মনসিনিয়র কেভিন রান্ডাল।

২৮ এপ্রিল (রোববার) সকাল ১০টায় দিনাজপুর সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজপরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভ্যাটিকানের রাষ্ট্রদূত আর্চ বিশপ মনসিনিয়র কেভিন রান্ডাল। এ উপলক্ষ্যে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

মতবিনিময় সভায় ভ্যাটিকানের রাষ্ট্রদূত আর্চ বিশপ মনসিনিয়র কেভিন রান্ডাল বলেন, মানুষের মত মানুষ হতে হলে, নিজেকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে ও দেশের সেবায় নিয়োজিত থাকতে সু-শিক্ষায় শিক্ষিত হতেই হবে। 

দিনাজপুর সেন্ট ফিলিপস হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ব্রাদার কাজল নিলুস কস্তা সি.এস.সি এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন দিনাজপুরের বিশপ সেবাস্টিয়ান টুডু, সেন্ট ফিলিপস হাই স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ ব্রাদার বিকাশ কস্তা, প্রভাষক সুব্রত ঘোষ, দশম শ্রেণির ছাত্রী মুনতাশা প্রমুখ।

সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজ পরিদর্শনে এলে বাংলাদেশে নিযুক্ত ভ্যাটিকানের রাষ্ট্রদূত আর্চ বিশপ মনসিনিয়র কেভিন রান্ডাল-কে ফুল দিয়ে বরণ করে নেন অধ্যক্ষ ব্রাদার কাজল নিলুস কস্তা সি.এস.সি ও শিক্ষার্থীবৃন্দ। 


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত