শনিবার ৫ জুলাই ২০২৫ ২১ আষাঢ় ১৪৩২
শনিবার ৫ জুলাই ২০২৫
সৈয়দপুর পৌর মেয়রের অপসারণে বিক্ষোভ-সমাবেশ
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ৫:১৮ PM
নীলফামারীর সৈয়দপুর পৌরসভার মেয়রের বিরুদ্ধে নৈতিক স্খলন, অনিয়ম, দূর্নীতি ও টোলের টাকা আত্মসাতের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ওসমাবেশ করা হয়েছে। 

রবিবার (২৮ এপ্রিল) পৌরসভার ১৪ কাউন্সিলররা খন্ড খন্ড মিছিল নিয়ে সৈয়দপুর রেলওয়ে মাঠে জড়ো হয়। পরে ১৪ জন কাউন্সিলরের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করা হয়। এ সময় মিছিলকারীরা দুনীতিবাজ পৌর মেয়রেরঅপসারণের দাবিতে শ্লোগান দিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে সৈয়দপুর প্রেস ক্লাবের সামনে সমাবেশ করে বিক্ষোভকারীরা। এ সময় সংক্ষিপ্ত বক্তব্য বলেন পৌরসভার প্যানেল মেয়র ও কাউন্সিলর শাহীন হোসেন, কাউন্সিলর জোবায়দুল ইসলাম শাহীন, কাউন্সিলর এরশাদ হোসেন পাপ্পু, কাউন্সিলর আনোয়ারুল ইসলাম মানিক, কাউন্সিলর আব্দুল খালেক সাবু, মহিলা কাউন্সিলর কাজী জাহানারা বেগম, কাউন্সিলর আফরোজাইয়াসমিন, কাউন্সিলর রুবিনা শাকিল, সুধীজন মজিবুল হক, নারী নেত্রী আঞ্জুমান আরা, লোপা চৌধুরী, সনিয়া বেগম, সৈয়দ শাহজাদা আলম প্রমুখ।

সভায় বক্তারা জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে পৌর মেয়র রাফিকা আকতার জাহানের অশ্লীল ভিডিও ভাইরাল হওয়া সৈয়দপুরবাসীর জন্য লজ্জার। এই মেয়রের নৈতিক স্খলন, ভিজিএফ কার্ড বিতরণে অনিয়ম ও টোলের টাকা আত্মসাত করে দূর্নীতির রাজত্ব কায়েম করেছেন।

গত তিন বছরে শহরের ভাঙ্গাচোরা সড়ক উন্নয়ন না করে অর্থ লোপাটের মাধ্যমে তিনি নিজের উন্নয়ন করে চলেছেন। দূর্নীতিবাজ মেয়রের পদে থাকার আর কোন নৈতিক অধিকার নেই। বক্তারা দুনর্ীতিবাজ ওই মেয়রের অবিলম্বে অপসারণের দাবি জানান। অন্যথায় উন্নয়ন বঞ্চিত সৈয়দপুরবাসীকে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলার হুশিয়ারী জানানো হয় সমাবেশ থেকে। এবিষয়ে মেয়র রাফিকা আক্তার জাহান সৈয়দপুরের বাইরে থাকায় মুঠোফোন যোগাযোগ করা হলে, তিনি ফোন রিসিভ করেন নি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত