শুক্রবার ১১ জুলাই ২০২৫ ২৭ আষাঢ় ১৪৩২
শুক্রবার ১১ জুলাই ২০২৫
তীব্র তাপদাহে রাজধানীর প্রাণীদের পাশে রাইট টক বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ৯:২৭ PM
তীব্র তাপদাহে জনজীবন অতিষ্ঠ। হাসফাস করছে এই শহরের প্রাণীগুলোও। তৃতীয় দিনের মতো জনপ্রিয় সামাজিক সংগঠন রাইট টক বাংলাদেশ এর সদস্যরা খাবার ও পানি নিয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় চলছে সংগঠনটির কর্মসূচি। 

সোমবার (২৯ এপ্রিল) দুপুর থেকে বংশালের মাজেদ সরদার রোড, ঢাকা মেডিকেল, শহীদ মিনার, বকশিবাজার ও চানখারপুলসহ বিভিন্ন এলাকায় সংগঠনটির সদস্য খাবার ও পানি খাওয়ান প্রাণীদের। এর আগে ২৮ ও ২৭ এপ্রিলও এই কর্মসূচি পালন করে। 
এসময় রাইট টক বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ও সভাপতি আল আমিন এম তাওহীদ বলেন, এই তীব্র তাপদাহে মানুষের জীবনই অতিষ্ঠ। যেখানে মানুষ বেঁচে থাকার জন্য লড়াই করছেন সেখানে কেমন আছে এসব? গরমে ও পানির পিপাসায় প্রাণীগুলোর মুখ থেকে লালা ঝড়ছে। তাই এটিও বড় মানবিক সেবা হিসেবে ধারাবাহিকভাবে প্রাণীর পাশে থেকে সেবা করে যাচ্ছে রাইট টক বাংলাদেশ এর সদস্যরা। এই সংগঠন শুধু প্রাণীদেরই নয়, নিম্ম আয়ের মানুষের মাঝেও খাবার পানি ও স্যালাইন এবং ফলের জুস বিতরণ করেছে। 

তিনি বলেন, আর্তমানবতার সেবাই হচ্ছে মুল লক্ষ্য। তাই নাগরিকদের উচিত মানবিক দৃষ্টি থেকে এই গরমে প্রত্যেকের বাসা-বাড়ির সামনে পানির পাত্র রাখা। যাতে পশুপাখিরা তাদের তৃষ্ণা মেটাতে পারেন। 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত