পাবনার ঈশ্বরদীতে অন্যের সম্পত্তি জালিয়াতির মাধ্যমে দখলের পর মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে।
৯ মে বৃহস্পতিবার বেলা সাড়ে বারোটার দিকে ঈশ্বরদী পৌর পরিষদ চত্বরে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় ঈশ্বরদী পৌর পরিষদের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পৌরসভার প্যানেল মেয়র আবুল হাশেম।
লিখিত বক্তব্যে তিনি বলেন, দীর্ঘদিন ধরেই কামরুজ্জামান সিরাজ নামে এক ব্যক্তি পৌর এলাকায় প্রভাব বিস্তার করে জমি দখলসহ নানা ধরনের অনিয়ম করে আসছে। পৌর এলাকায় জমিতে বাড়িঘর নির্মাণ করতে হলে তাকে চাঁদা দিতে হয়। চাঁদা না দিলে কোন কার্যক্রম করতে দেওয়া হয়না। কেউ তার বিরুদ্ধে কথা বললে দেওয়া হয় হয়রানীমূলক মিথ্যা মামলা। এ পর্যন্ত প্রায় ৪০ টির বেশি মামলা দিয়ে মানুষকে হয়রানি করা হয়েছে। সংবাদ সম্মেলনে কামরুজ্জামান সিরাজকে দ্রুত গ্রেপ্তার করার দাবী জানানো হয়।
এসময় সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর ফরিদা ইয়াসমিন, ফিরোজা বেগম, সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর কামাল হোসেন, মনিরুল ইসলাম সাবু, জাহাঙ্গীর হোসেন, আমিনুল ইসলাম, ওয়াকিল আলম, আব্দুল লতিফ মিন্টু, আবু জাহিদ উজ্জ্বল, ইউসুফ আলী প্রধান, ভুক্তভোগী সজিব প্রাং, সেলিম প্রাং রাকিবুল ইসলাম, রেনুআরা, আনোয়ার হোসেন, আনোয়ারা বেগম, মোঃ সোলাইমান, রুহেল বিশ্বাস, রবিউল বিশ্বাস ও হোসনে আরা বেগম উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে কামরুজ্জামান সিরাজের কাছে জানতে চাইলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, আমার জমি জোর করে দখল করে রেখেছে প্রতিপক্ষ। এর প্রতিবাদ করায় তাঁকে হয়রানি করা হচ্ছে।