বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫ ২৬ আষাঢ় ১৪৩২
বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫
ভান্ডারিয়ায় পেনশন স্কিম মেলা ও আলোচনা সভা
ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪, ৪:৫৬ PM
‘‘সুখে ভরবে আগামী দিন, পেনশন এখন সর্বজনীন” এই স্লোগানে পিরোজপুরের ভান্ডারিয়ায় শুরু হয়েছে সর্বজনীন পেনশন স্কিম মেলা -২০২৪। এই উপলক্ষে ভান্ডারিয়া উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গীকার বাস্তবায়নে সর্বজনীন এই পেনশন স্কিম মেলা, হেল্প ডেস্ক ও রেজিস্ট্রেশন বুথের শুভ উদ্বোধন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

গতকাল ৯ই মে সকাল ১১ টায় ভান্ডারিয়া উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের আয়োজনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসিন আরাফাত রানার সভাপতিত্বে প্রধান অতিথি ছাড়াও বক্তব্য রাখেন ভান্ডারিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবির মোহাম্মদ হোসেন ও পৌর মেয়র ফায়জুর রশীদ খসরু ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, মজিবুর রহমান চৌধুরী সহ শিক্ষক, ব্যবসায়ী ও মুক্তিযোদ্ধা বৃন্দ। 

এই মেলায় সার্বজনীন পেনশন স্কিম সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করা ও রেজিস্ট্রেশনের জন্য ভান্ডারিয়া উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদ ও একটি পৌরসভার অংশগ্রহণে ভান্ডারিয়া উপজেলা পরিষদ চত্বরে স্টল খোলা হয়েছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত