শনিবার ৫ জুলাই ২০২৫ ২১ আষাঢ় ১৪৩২
শনিবার ৫ জুলাই ২০২৫
মাঝরাতে মদ খেয়ে পুলিশের উপর হামলা তিন নারীর
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১০ মে, ২০২৪, ৫:০৯ PM
মাঝরাতে পার্টিতে গিয়ে মদ্যপ হওয়ার পর পুলিশের ওপর হামলা করেছেন তিন নারী। 

ধস্তাধস্তির একপর্যায়ে পুলিশ সদস্যদের কামড় দেওয়া, এমনকি ইউনিফর্মও ছিঁড়ে ফেলেন তারা। সেই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এরই মধ্যে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত তিন নারীকে।

জানা গেছে, ঘটনাটি ঘটেছে ভারতের মহারাষ্ট্রে। ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বৃহস্পতিবার (৯ মে) রাতে মুম্বাইয়ের পাশে একটি অভিজাত এলাকায় একটি বারের সামনে কিছু নারী গণ্ডগোল করছেন বলে খবর পায় পুলিশ।

অভিযোগ রয়েছে, বারের ভেতর অন্য ক্রেতাদের সঙ্গে বাকবিতণ্ডয়ায় জড়ালে ওই নারীদের বেরিয়ে যেতে বলা হয়েছিল।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পুলিশসহ কয়েকজন নিরাপত্তাকর্মীর সঙ্গে উচ্চৈস্বরে তর্ক করছেন কয়েকজন নারী। একপর্যায়ে পুলিশ সদস্যদের ওপর আক্রমণ করেন তারা।

এসময় একজন নারী পুলিশ কনস্টেবলের হাতে কামড় দেন এবং তার ইউনিফর্ম ছিঁড়ে ফেলেন এক নারী। আরেক কনস্টেবলের মাথায় বালতি দিয়ে আঘাত করা হয় এবং তারও হাতে কামড় দেওয়ার ঘটনা ঘটেছে। হাতাহাতির সময় উত্তেজিত নারীদের থামানোর চেষ্টা করছিলেন তাদের এক বন্ধু।

জানা গেছে, কাব্য, অশ্বিনী এবং পুনম নামে ওই তিন নারীকে গ্রেফতার করে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত