শুক্রবার ১১ জুলাই ২০২৫ ২৭ আষাঢ় ১৪৩২
শুক্রবার ১১ জুলাই ২০২৫
গঙ্গাচড়ায় তিন পদে ১৯ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ
গঙ্গাচড়া প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ মে, ২০২৪, ৭:০৮ PM
রংপুরের গঙ্গাচড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

১৩ মে (সোমবার) সকালে অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার রবিউল আলম এই প্রতিক বরাদ্দ দেন।

গঙ্গাচড়া উপজেলায় ৩ পদে ১৯ জন প্রার্থী মধ্যে প্রতিক বরাদ্দ দেওয়া হয়েছে,এর মধ্যে চেয়ারম্যান পদে ৭ জন,ভাইস চেয়ারম্যান পদে ৭  জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জনকে প্রতিক বরাদ্দ দেওয়া হয়।

প্রতীক বরাদ্দকৃত চেয়ারম্যান প্রার্থীর হলেন- বর্তমান উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন প্রতিক পেয়েছেন কাপ পিরিচ, ইন্জিনিয়ার সাইদুজ্জামান ফুলু প্রতিক পেয়েছেন হেলিকপ্টার, মোস্তাফিজার রহমান প্রতিক পেয়েছেন লাঙ্গল, কামেল শেরাফি মাহবুব (রাজিব) প্রতিক পেয়েছেন চিংড়ি, কামরুজ্জামান প্রামানিক প্রতিক পেয়েছেন আনারস, মোকারম হোসেন সুজন প্রতিক পেয়েছেন ঘোড়া।মাহমুদুল ইসলাম প্রতিক পেয়েছেন মোটর সাইকেল।

এদিকে প্রতীক বরাদ্দকৃত ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন- বর্তমান ভাইস চেয়ারম্যান সাজু মিয়া প্রতিক পেয়েছেন  উড়োজাহাজ , কৃষ্ণ চন্দ্র মহন্ত পেয়েছেন চশমা প্রতিক, নিখিল চন্দ্র প্রতিক পেয়েছেন মাইক, আনোয়ারুল ইসলাম প্রতিক পেয়েছেন বই , আশরাফুল ইসলাম প্রতিক পেয়েছেন তালা ,বাবু চৌধুরী প্রতিক পেয়েছেন টিউবওয়েল ,বেলাল হোসেন প্রতিক পেয়েছেন বৈদ্যুতিক বাল্ব।

অন্যদিকে প্রতিক বরাদ্দকৃত মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন- রাবেয়া বেগম প্রতিক পেয়েছেন হাঁস, পারভীন প্রতিক পেয়েছেন সেলাই মেশিন, নাছিমা আক্তার নাছি প্রতিক  পেয়েছেন কলস, মিনা খাতুন প্রতিক পেয়েছেন পদ্ম ফুল, হাবিবা আক্তার প্রতিক পেয়েছেন ফুটবল।

অতিরিক্ত জেলা রিটার্নিং অফিসার রবিউল আলম জানান, সুষ্ঠভাবে ভোটগ্রহণে ব্যাপক প্রস্তুতি ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে।এদিকে প্রতিক বরাদ্ধ পাওয়ার পর পরই জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থীদের নির্বাচনী আচারন বিধি সম্পর্কে অবহিত করেন জেলা প্রশাসক মোবাশ্বের হাসান। 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত