শুক্রবার ১১ জুলাই ২০২৫ ২৭ আষাঢ় ১৪৩২
শুক্রবার ১১ জুলাই ২০২৫
গুইমারায় মেধাবী দুই শিক্ষার্থীকে আর্থিক অনুদান
মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ মে, ২০২৪, ৭:৩২ PM
খাগড়াছড়ির গুইমারায় দরিদ্র মেধাবী দুই শিক্ষার্থীকে আর্থিক অনুদান দিলেন ইউএনও রাজীব চৌধুরী । 

সোমবার (১৩ই মে) দুপুরে তিনি তাঁর কার্যালয়ে মেধাবী দুই শিক্ষার্থী ফারজি ও অনন্যাকে বিশ হাজার করে মোট চল্লিশ হাজার টাকা অনুদান প্রদান করেন। 

জানা গেছে, ফারজি ও অনন্যা  উপজেলার হাফছড়ি  হাজিপাড়া এলাকার আমিনুল হকের মেয়ে।ফারজি কুমিল্লা মেডিকেল কলেজে এমবিবিএস ১ম বর্ষে পড়ছে এবং তার বড় বোন অনন্যা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রাজনীতি বিজ্ঞান বিভাগে অনার্স ২য় বর্ষে পড়ছে। আর্থিক সীমাবদ্ধতা ও তাদের পারিবারিক অসচ্ছলতার কারণে মেডিকেল কলেজে ভর্তি ও লেখাপড়া চালিয়ে যাওয়ার ব্যাপারে খুবই দুঃশ্চিন্তায় ছিলেন ফারজি ও অনন্যার পরিবার। 

বিষয়টি জানিয়ে খাগড়াছড়ি জেলা প্রশাসনের নিকট আবেদন করেন আমিনুল হক। তার আবেদনের প্রেক্ষিতে, খাগড়াছড়ি জেলা প্রশাসন ও  গুইমারা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দুজন মেধাবী শিক্ষার্থীর প্রত্যেককে বিশ হাজার টাকা করে মোট (চল্লিশ হাজার) টাকা প্রদান করা হয়।

এসময় ইউএনও, রাজীব চৌধুরী বলেন, মেডিকেল কলেজে ভর্তির ফি, বই কেনা এবং হোস্টেলে অবস্থানকালীন ব্যয়ের জন্য খাগড়াছড়ি জেলা প্রশাসন ও গুইমারা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফারজিকে বিশ হাজার অনন্যাকে বিশ হাজার টাকা মোট চল্লিশ হাজার টাকা প্রদান করা হয়। গরীব মেধাবী শিক্ষার্থীর অদম্য ইচ্ছাশক্তিকে সামনে এগিয়ে নিতে খাগড়াছড়ি জেলা প্রশাসন সবসময় পাশে দাঁড়ায়।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত