জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একমাত্র ছাত্রী হল বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম সংশোধন করা হয়েছে। নতুন করে হলটির নাম রাখা হয়েছে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল।
সোমবার (১৩ মে) হলের নামফলক পরিবর্তন করার বিষয়টি বাংলাদেশ বুলেটিনকে নিশ্চিত করেছেন হল প্রভোস্ট অধ্যাপক ড. দীপিকা রাণী সরকার।
এ বিষয়ে হল প্রভোস্ট অধ্যাপক ড. দীপিকা রাণী সরকার বলেন, আমাদের ছাত্রী হলের নাম বঙ্গমাতা হওয়ায় উচিত ছিল। ভুলক্রমে বেগম ফজিলাতুন্নেছা হয়েছিল। নাম সংশোধন করে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব করায় আমি খুবই আনন্দিত এবং হলের পক্ষ থেকে জবি উপাচার্যকে ধন্যবাদ জানাচ্ছি। সময়োপযোগী একটি সিদ্ধান্ত গ্রহণ করার জন্য।
উল্লেখ্য, ৩ এপ্রিল অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৯৫ তম সিন্ডিকেট সভায় ছাত্রীদের জন্য নির্মিত 'বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল'-এর নাম পরিবর্তন করে 'বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল' করার অনুমোদন দেয়া হয়।