শুক্রবার ১১ জুলাই ২০২৫ ২৭ আষাঢ় ১৪৩২
শুক্রবার ১১ জুলাই ২০২৫
কোম্পানীগঞ্জে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানদের প্রতীক বরাদ্দ
কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ মে, ২০২৪, ৮:১৭ PM
ষষ্ঠ উপজেলা পরিষদ ৩য় ধাপের নির্বাচনে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের প্রতিক বরাদ্দ দেয়া হয়েছে। 

সোমবার (১৩ মে) দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইসমাঈল প্রার্থীদের প্রতিক বরাদ্দ দেন। 

অপরদিকে প্রার্থীতা ফিরে পেতে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহাদাত হোসেন উচ্চ আদালতে গিয়েছেন। এ বিষয়ে উচ্চ আদালত থেকে মঙ্গলবার নির্দেশনা দেবে বলে বিশ্বস্ত সূত্রে জানা যায়।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নোয়াখালী জেলা আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ গোলাম শরীফ চৌধুরী আনারস প্রতিক, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল দোয়াত কলম প্রতিক ও আমেরিকা প্রবাসী ওমর আলী মোটরসাইকেল প্রতিক পেয়েছেন।

ভাইস চেয়ারম্যান পদে, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ জসিম উদ্দিন চশমা প্রতিক ও মধ্যপ্রাচ্য প্রবাসী মামুন হোসেন তালা প্রতিক পেয়েছেন। অপরদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী পারভীন আক্তার ফুটবল প্রতিক ও ফাতেমা বেগম পারুল প্রজাপতি প্রতিক পেয়েছেন। 

এ উপজেলায় বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ভাই-ভাগনেসহ ১০জন প্রার্থী হয়েছিল। এর মধ্যে গত রোববার ওবায়দুল কাদেরের ভাগনে ভাইস চেয়ারম্যান প্রার্থী মাহবুবুর রশীদ মঞ্জু ও কোম্পানীগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রেহানা আক্তার মনোয়নপত্র প্রত্যাহার করে নেন। অন্যদিকে ওবায়দুল কাদেরের ছোট ভাই চেয়ারম্যান পদে প্রার্থী শাহাদাত হোসেনের মনোনয়নপত্র গত ০৫ মে রোববার জেলা রির্টানিং কর্মকর্তা বাতিল করার পর তিনি আবারও আপিল করলে তাও বাতিল করা হয়। বর্তমানে তিনি উচ্চ আদালতে আপিল করেছেন। 

প্রসঙ্গত, ৩য় ধাপের তফসিল অনুযায়ী, প্রার্থীদের প্রতীক বরাদ্দ ছিল ১৩ মে। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৯ মে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত