শুক্রবার ১১ জুলাই ২০২৫ ২৭ আষাঢ় ১৪৩২
শুক্রবার ১১ জুলাই ২০২৫
আসামির স্ত্রীর কপালে পুলিশের পিস্তল ঠেকানোর অভিযোগ প্রত্যাহার
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৪ মে, ২০২৪, ৩:৫০ PM আপডেট: ১৪.০৫.২০২৪ ৪:৪০ PM
ব্রাহ্মণবাড়িয়ায় আসামিকে না পেয়ে আসামির স্ত্রীর কপালে ডিবি পুলিশের পিস্তল ঠেকানোর ঘটনায় আদালতে দায়ের করা অভিযোগ প্রত্যাহার করে নেওয়া হয়েছে। 

ঘটনার তিন দিন পর গতকাল সোমবার (১৩ মে) দুপুরে ভুক্তভোগী বন্যা বেগম ব্রাহ্মণবাড়িয়া চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট—১ বেগম আফরিন আহমেদ হ্যাপী বরাবর অভিযোগটি জমা দেন। পরে বিকেলেই তিনি সেটি প্রত্যাহার করে নেন।  

বাদীপক্ষের আইনজীবী শওকত আলী সোমবার (১৩ মে) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার দুপুরে অভিযোগের কপি আদালতে জমা দেওয়া হয়। তবে বিকেল ৪টা পর্যন্তও এ বিষয়ে কোনো আদেশ দেননি কিংবা শুনানির বিষয়েও কিছু বলেননি বিচারক। অভিযোগটিতে কিছু ত্রুটি আছে মর্মে বিকেলে আদালত থেকে সেটি তুলে নেন বাদী বন্যা বেগম।  

আইনজীবী  শওকত আলী জানান, মামলায় পুলিশ কর্মকর্তা মো. রেজাউল করিমসহ তার আট সহকর্মীকে আসামি করা হয়। তবে সহকর্মীদের নাম উল্লেখ করা হয়নি। মামলায় বন্যা বেগমের স্বামীর বিরুদ্ধে দায়ের করা মামলার বাদীপক্ষের কয়েকজনকেও আসামি করা হয়েছে। মূল আসামি হলেন এনামুল হক, যিনি পুলিশকে সঙ্গে নিয়ে এসে এ ঘটনা ঘটান।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত