শুক্রবার ১১ জুলাই ২০২৫ ২৭ আষাঢ় ১৪৩২
শুক্রবার ১১ জুলাই ২০২৫
পূর্বধলায় বিল থেকে স্কুল ছাত্রের লাশ উদ্ধার
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪, ৫:১৩ PM
নেত্রকোনার পূর্বধলায় নিখোঁজ হওয়া স্কুল ছাত্র আকিব হাসান মাহিন (১৭) লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরী দল।

বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে উপজেলার রাজধলা বিল তার মরদেহ উদ্ধার করা হয়। সে উপজেলার রাজপাড়া গ্রামের মো. ফারুক আহমেদ ওরফে কাশেমের ছেলে ও স্থানীয় পূর্বধলা জগৎমণি সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী।

পারিবারিক সূত্রে জানা গেছে, আকিব হাসান মাহিন তার বন্ধুদের সাথে গতকাল বুধবার বিকেলে রাজধলা বিলে ঘুরতে আসে। পরবর্তীতে বাসায় না ফেরায় তার আত্মীয় স্বজন রাতভর ঁেখাজাখুজি করে। বৃহস্পতিবার সকালে অনুমান সাড়ে পাঁচটার দিকে সময় স্বজনেরা রাজধলা বিলের উত্তর পশ্চিম কোনে ভিকটিমের পরিহিত জামাকাপড় ও মোবাইল দেখতে পায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সহায়তায় মরদেহ উদ্ধার করে। পরিবারের লোকজনের দাবী আকিবকে পরিকল্পিতভাবে হত্যা করে বিলের পানিতে ফেলে রাখা হয়েছে। এনিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

এ বিষয়ে প্র্বূধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, মরদেহ রাজধলা বিল থেকে উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত