মঠবাড়িয়া পৌর সভার সাবেক কাউন্সিলর এবং প্রেসক্লাব সভাপতির বড় ভাই শফিকুর রহমানের মৃত্যুতে সোমবার বিকালে স্থানীয় প্রেসক্লাব মিলনায়তনে এক স্মরণ সভা দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য মো. শামিম শাহনেওয়াজ।
প্রেসক্লাব সভাপতি মিজানুর রহমান মিজুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বাচ্চু মিয়া আকন, মঠবাড়িয়া বনিক সমিতির সভাপতি মো. শাসসুল আহসান, পৌর নির্বাহী কর্মকর্তা হারুন-অর- রশিদ, প্রেসক্লাবের সাবেক সভাপতি আবদুস সালাম আজাদী ও সমাজ সেবক লুৎফর রহমান প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদকরোকনুজ্জামান শরীফ। এসময় প্রেসক্লাবের সকল সাংবাদিক ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।