শিল্পনগরী টঙ্গীতে সিটি কর্পোরেশনের সড়কের পাশের জায়গা দখল করে দোকানপাট ও গোডাউন তৈরীর হিরিক পরেছে। যত্রতত্র অবৈধ ভাবে এসব দোকানপাট গড়ে উঠলেও তদারকির দায়িত্বে থাকা প্রতিষ্ঠান অনেকটা নিরব রয়েছে।
স্থানীয়দের দাবী কিছু প্রভাবশালী রাজনৈতিক মহলের প্রত্যক্ষ মদদে অবৈধ দখলদাররা বেপরোয়াভাবে সরকারি সম্পদ দখল করে দোকানপাট ও গুদামঘর তৈরী করে মোটা অংকের টাকার বিনিময়ে ভাড়া দিচ্ছে।
সরেজমিনে ঘুরে জানা যায়, গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী অঞ্চলে অবৈধ দখলদারিতে শীর্ষে ৫৫নং ওয়ার্ড। এই ওয়ার্ডের সবকটি সড়কের চলছে দখল বানিজ্য। সরকারি দলীয় কতিপয় রাজনৈতিক নেতার ছত্রছায়ায় স্থানীয় দখলদার চক্রের নেতৃত্বে চলছে এই দখল বানিজ্য। হেনস্তা হওয়ার ভয়ে প্রতিবাদ করছেনা স্থানীয় ব্যাবসায়ী ও সুশীল সমাজ। এই ওয়র্ডের সোনালী টোব্যাকো রোড ট্রান্সপোর্ট নেতা পরিচয় দানকারি কিরণ, শহীদ সুন্দর আলী রোড, তালতলা টঙ্গী থানা প্রেসক্লাব রোড, নামার বাজার আউচ পাড়া সংযোগ সড়ক সিটি করপোরেশনের ড্রেন এর উপর অবৈধ আস্থাপনা নির্মাণ করেছে নুর হোসেন, হামিক আলী, আবু মিয়া, নিশাত মহল্লা কলাবাগান সড়কসহ সব সড়কের চিত্রই একই রকম। দখল হওয়া স্থানে দোকানপাটের পাশাপাশি নির্মিত হওয়া গুদাম ঘরগুলোতে ঝুট ও বর্জিত তুলার গুদাম হওয়ায় আশংকাজনক হারে ভারছে অগ্নিকান্ডের ঝুঁকি।
এবিষয়ে সোনালী টোব্যাকো রোডের ট্রান্সপোর্ট নেতা পরিচয়দানকারি কিরণ এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, সবাই দখল করে, আমিও দখল করেছি।
এবিষয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৫নং ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসেম বলেন, কর্তৃপক্ষে সাথে আলোচনা করে ব্যবস্থা গ্রহন করা হবে।
গাজীপুর সিটি কর্পোরেশন (জোন ১ এর) নির্বাহী কর্মকর্তা সোহেল রানা বলেন, এবিষয়ে সিটি কর্পোরেশনে লিখিত ভাবে জানানো হয়েছে। আশা করছি অতি দূরত্ব ব্যবস্থা গ্রহন করা হবে।