শনিবার ৫ জুলাই ২০২৫ ২১ আষাঢ় ১৪৩২
শনিবার ৫ জুলাই ২০২৫
ভাঙ্গায় খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২২ মে, ২০২৪, ৪:৫৮ PM
ফরিদপুরের ভাঙ্গা উপজেলা খাদ্য বান্ধব ডিলারদের নিকট থেকে  উপজেলা খাদ্য কর্মকর্তা  তরিকুল ইসলামের প্রকাশ্যে ঘুষ নেওয়ার একটি  ভিডিও ভাইরাল হয়ে পড়েছে। ভিডিও দৃশ্যটি ছড়িয়ে পড়ার পর সর্ব মহলে বইছে সমালোচনার ঝড়।

মঙ্গলবার (২১ মে) দুপুরের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ২ মিনিট ২৭ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। পরে বুুধবার এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়ে পড়ে।

সূত্রে জানা গেছে,  উপজেলার আলগী ইউনিয়নের খাদ্যবান্ধব ডিলার মো. আসাদুজ্জামান ও ঘারুয়া ইউনিয়নের আবুল বাশার মিয়া তাদের উপস্থিতিতে ভাঙ্গা উপজেলার খাদ্য কর্মকর্তা তরিকুল ইসলাম প্রকাশ্যে ঘুষ গ্রহণ করেন। ভিডিওতে ১০ হাজার টাকার আছে বলে উল্লেখ করেন। এক ডিলারকে বলতে শোনা যাচ্ছে, স্যার যে কয়বার যাওয়া লাগে আপনি যাইয়েন,কোন লোক পাঠাইয়েন না, আপনি একটা অকথা বললেও আমাদের সহ্য হবে কারণ আপনাদের দপ্তর। আপনি দুইটা এক খারাপ কথা বইলেন অন্যকে দিয়ে বলাইয়েন না। পাশের থেকে আরেকজন বলেন, স্যার  যা বলার আপনিই বলে দিয়েন, আপনার  ডিলাররা কোন অনিয়ম করে না, এভাবেই শিখিয়ে দিচ্ছেন ডিলাররা।

এ ব্যাপারে খাদ্যবান্ধব ডিলার আবুল বাসার মিয়া জানান, খাদ্য কর্মকর্তা স্যারের সঙ্গে আমাদের কোন লেনদেন নাই, আমরা খাদ্য বান্ধব ডিলার  রাজ্জাক স্যারের সাথে  লেনদেন করি। অনেক সময় টিসিবির মালের টাকা অনেক সময় তার কাছে জমা রাখি। কিন্তু তরিকুল স্যারের কাছে কোন টাকা লেনদেন করি নাই এটা আমার মনে পড়ে না। 
এ বিষয়ে উপজেলা খাদ্য কর্মকর্তা তরিকুল ইসলামের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, যে ভিডিও দেখেছেন বাস্তবে তা না।

অপরদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ২ মিনিট ২৭ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর সর্ব মহলে  সমালোচনার ঝড় শুরু হয়। 

ভিডিও ভাইরালের বিষয়ে জানতে চাইলে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা বি.এম কুদরত-এ-খুদা বলেন, এখনো আমি ভিডিওটি দেখি নাই। যদি এমন ঘটনা ঘটে থাকে তাহলে অবশ্যই খাদ্য  কর্মকর্তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে ।

এ বিষয়ে ফরিদপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. ফরহাদ খন্দকার জানান, ভিডিওটি আমি দেখেছি। আসল ঘটনা কি ? যদি ঘুষ লেনদেনের ঘটনা সঠিক হয়। তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত