শনিবার ৫ জুলাই ২০২৫ ২১ আষাঢ় ১৪৩২
শনিবার ৫ জুলাই ২০২৫
সৈয়দপুর উপজেলায় নির্বাচিত যারা
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২২ মে, ২০২৪, ৫:০২ PM
গতকাল মঙ্গলবার (২১ মে) অনুষ্ঠিত নীলফামারীর সৈয়দপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে রিয়াদ আরফান সরকার রানা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি দোয়াতকলম প্রতীকে ৩২ হাজার ৩৬৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বদ্বী মো. আজমল হোসেন আনারস প্রতীকে পেয়েছেন ১৮ হাজার ১৭২ ভোট।

এছাড়াও উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছা. সানজিদা বেগম লাকী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি তাঁর পদ্মফুল প্রতীকে ৩০ হাজার ৪৮৪ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বদ্বী মোস্তাফিজা হোসেন শিলা প্রজাপতি প্রতীকে পেয়েছেন ২১ হাজার ৯৭৭ ভোট।

অপরদিকে ভাইস চেয়ারম্যান পদে মহসিন মন্ডল মিঠু বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি চশমা প্রতীকে ৩৬ হাজার ৬৩৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বদ্বী প্রার্থী  মো. আনোয়ারুল ইসলাম টিউবওয়েল প্রতীকে পেয়েছেন১৫ হাজার ৩৯৯ ভোট।

নির্বাচনে সৈয়দপুর উপজেলায় ২ লাখ ১৭ হাজার ৯৯৬ জন ভোটারের মধ্যে ভোট দেন ৬৯ হাজার ২৭৩ জন। ভোট প্রদানের হার ৩১. ৭৮ ভাগ। উপজেলার ৯১ টি কেন্দ্রে ভোট নেওয়া হয়।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত