গতকাল মঙ্গলবার (২১ মে) অনুষ্ঠিত নীলফামারীর সৈয়দপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে রিয়াদ আরফান সরকার রানা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি দোয়াতকলম প্রতীকে ৩২ হাজার ৩৬৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বদ্বী মো. আজমল হোসেন আনারস প্রতীকে পেয়েছেন ১৮ হাজার ১৭২ ভোট।
এছাড়াও উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছা. সানজিদা বেগম লাকী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি তাঁর পদ্মফুল প্রতীকে ৩০ হাজার ৪৮৪ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বদ্বী মোস্তাফিজা হোসেন শিলা প্রজাপতি প্রতীকে পেয়েছেন ২১ হাজার ৯৭৭ ভোট।
অপরদিকে ভাইস চেয়ারম্যান পদে মহসিন মন্ডল মিঠু বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি চশমা প্রতীকে ৩৬ হাজার ৬৩৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বদ্বী প্রার্থী মো. আনোয়ারুল ইসলাম টিউবওয়েল প্রতীকে পেয়েছেন১৫ হাজার ৩৯৯ ভোট।
নির্বাচনে সৈয়দপুর উপজেলায় ২ লাখ ১৭ হাজার ৯৯৬ জন ভোটারের মধ্যে ভোট দেন ৬৯ হাজার ২৭৩ জন। ভোট প্রদানের হার ৩১. ৭৮ ভাগ। উপজেলার ৯১ টি কেন্দ্রে ভোট নেওয়া হয়।