শুক্রবার ১১ জুলাই ২০২৫ ২৭ আষাঢ় ১৪৩২
শুক্রবার ১১ জুলাই ২০২৫
শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী তিরোধান উৎসব
বাংলাদেশ আর সেই আগের বাংলাদেশ নেই: সাবেক মন্ত্রী
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩ জুন, ২০২৪, ১১:৩০ AM আপডেট: ০৩.০৬.২০২৪ ১১:৩৪ AM
বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী শাহজাহান খান এমপি বলেছেন, বাংলাদেশ আর সেই আগের বাংলাদেশ নেই, বাংলাদেশ এখন একটি উন্নত বাংলাদেশে রুপান্তিত হয়েছে। 

পদ্মাসেতু এক সময় আমাদের সপ্ন ছিল, সেই সপ্ন আমাদের মাননীয় প্রধান মন্ত্রী বাস্তবায়ন করেছেন। এই বাংলাদেশ হিন্দু, মুসলিম, বৈদ্য, খ্রিষ্টান সকলের বাংলাদেশ। 

১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সারা দিয়ে সকল জাতি যুদ্ধে ঝাঁপিয়ে পরেছিলেন। রবিবার রাতে বরিশালের গৌরনদী উপজেলার মেদাকুল একতা লোকনাথ সংঘের আয়োজনে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী তিরোধান উৎসব উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

পূজা উদযাপন পরিষদের সভাপতি সাংবাদিক সঞ্জয় কর্মকার অভিজিৎ এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সাবেক পৌর মেয়র মোঃ হারিছুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ। শেষে কুষ্টিয়া লালন একাডেমীর শিল্প বৃন্দ সংগীত পরিবেশন ও জাদু শিল্পী জাদু প্রদর্শনী করেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত